আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে পাকিস্তান। মূল্যস্ফীতি, বেকারত্ব, খাদ্যের অভাব, দারিদ্রতা ছিল দেশটির অন্যতম সমস্যা। ইউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিশ্ব প্রতিবেদন ২০২৪ নামের ৭৪০ পৃষ্ঠার প্রতিবেদনটি শুক্রবার (১৯ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এইচআরডব্লিউ ১০০ টিরও বেশি দেশে মানবাধিকার অনুশীলন পর্যালোচনা করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোরতার ওপর জোর দেওয়া এবং পর্যাপ্ত ক্ষতিপূরণমূলক ব্যবস্থা ছাড়াই ভর্তুকি অপসারণের ফলে পাকিস্তানের নিম্ন আয়ের মানুষের অতিরিক্ত কষ্ট হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, পাকিস্তান জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং বৈশ্বিক গড় থেকে যথেষ্ট বেশি উষ্ণতার সম্মুখীন হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় সরকারগুলোর ক্রমবর্ধমান দমন-পীড়ন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকারকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
এদিকে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছে। পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে দুই দেশ একে অন্যের সীমানার ভেতরে থাকা জঙ্গি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা দেখা দেয়।
সূত্র: জিও নিউজ