প্রত্যয় নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেত এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সজীব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার পরনে ছিল জিন্সপ্যান্ট ও চেক টি-শার্ট। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।