দৈনিক প্রত্যয় ডেস্ক:চিকিৎসকদের বিশেষ সম্মানী বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি সবাইকে ঘরে বসে নববর্ষ পালন করতে আহ্বান জানান।
‘বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করেছে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করেছে।