দৈনিক প্রত্যয় ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস ইস্যুতে চীনের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে করোনা ভাইরাস সৃষ্টি এবং ছড়ানো নিয়ে চীনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নাকচ করে দিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচও স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যতই চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনুক, নিজেদের দাবির স্বপক্ষে কোনও যুক্তি তারা দেখাতে পারেনি।
করোনা নিয়ে চীন-আমেরিকার টানাপড়েন নতুন কিছু নয়। বারবার তথ্য গোপনের অভিযোগে চীনের বিরুদ্ধে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলে এ নিয়ে দরবারও করেছেন। ট্রাম্পের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত, চীনের ভুলেই গোটা বিশ্ব বিপদে। উহানের গবেষণাগারেই যে কোভিড ভাইরাসের জন্ম তার প্রমাণ তাঁর কাছে রয়েছে।
তবে ডব্লিউএইচও বলছে, আমেরিকার কাছে যদি প্রমাণ থেকে থাকে তাহলে তা তাঁদের হাতে তুলে দেওয়া হোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি সংক্রান্ত বিভাগের প্রধান মাইকেল রায়ান বলছেন, আমাদের কাছে এটা এখনও শুধুই অনুমান। চীনের গবেষণাগারে এই ভাইরাসের জন্ম হয়েছে এ সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য বা প্রমাণ মার্কিন সরকার আমাদের দেয়নি।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকার কাছে থেকে এই ধরনের প্রমাণ পেতে ‘অত্যন্ত আগ্রহী। যদি সত্যিই তথ্য এবং প্রমাণ থেকে থাকে তাহলে আমেরিকা সরকার ঠিক করুক কবে কোথায় সেটা জনসমক্ষে আনবে।
ডিপিআর/ জাহিরুল মিলন