স্পোর্টস ডেস্ক: গত মাসে লাল মাটির কোর্টে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম বগলদাবা করেছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। এক মাসের মধ্যে এবার টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনেও চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে এ শীর্ষ বাছাই তারকা।
শুক্রবার রাতে সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনিস শাপোভালোভকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন জকোভিচ। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির মারিও বেরেত্তিনিকে হারাতে পারলেই রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সমান ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন জকোভিচ।
ফাইনালে ওঠার পথটা সহজ ছিল না জকোভিচের। সেমিতে তাকে কঠিন লড়াই উপহার দিয়েছেন শাপোভালোভ। সেন্টার কোর্টে প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। যেখানে ৭-৩ ব্যবধানে জেতেন জকোভিচ।
পরের দুই সেটেও সহজে মেলেনি জয়। পরপর দুই সেটই দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৭-৫, ৭-৫ গেমে জেতেন জকোভিচ। সবমিলিয়ে ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৭-৫ গেমে তিন সেট জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন তিনি।
এমন জয়ের পর প্রতিপক্ষকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি জকোভিচ, ‘আমার মনে হয় না, এই স্কোরলাইনে ম্যাচের চিত্র ফুটে উঠছে। সেই অনেক সুযোগ তৈরি করেছিল। সে আজ ও গত দুই সপ্তাহে যা করেছে এর জন্য আমি তাকে অভিনন্দন জানাতে চাই। ভবিষ্যতে আমরা তার অনেক ভালো পারফরম্যান্স দেখব, সে দুর্দান্ত খেলোয়াড়।’