প্রত্যয় স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে নিজেদের জি গ্র“পের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২০১৭’র চ্যাম্পিয়ন্স লিগে শেষ বারের মতো মুখোমুখি হয় এই দুই জনপ্রিয় দল।
সেবারের মৌসুমে সব শেষ দুই মুখোমুখি লড়াইয়ের একটিতে ড্র এবং আরেকটিতে ৩-০ গোলে বার্সার ঘরের মাঠে জুভেন্টাসকে হারায় কাতালানরা। জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বার্সা। তাই জুভেন্টাসের বিপক্ষে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে কোম্যানের শিষ্যরা।
অন্যদিকে চলতি মৌসুমের সব শেষ ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে জুভেন্টাস। বার্সেলোনার বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না ইতালিয়ান লিগ লিডাররা। ইতালির এলিয়াঞ্জ অ্যরেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।