দৈনিক প্রত্যয় ডেস্ক:বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ একযোগে তার প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে এ বছর সব ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার এলাকা লকডাইন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, শপিংমলসহ সবকিছু।