আল-আমিন হাছান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সদর উপজেলায় জুম্মার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন হোসেন (১৬) নামে এক কোরআনের হাফেজ শিক্ষার্থী’র মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ই জুন) দুপুরে ঐ উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ধনিটারী গ্রামের জামে মসজিদের উপরে এ ঘটনা ঘটে। মৃত আলামিন হোসেন রাজপুর ইউনিয়নের ছিঁড়া-মধুরাম এলাকার আহাদ আলীর ২য় ছেলে।
জানা গেছে, মৃত্যু আলামিন গোকুন্ডা ইউনিয়নের বড়মসজিদ সংলগ্ন খানকা শরিফের হাফেজ পড়ুয়া ছাত্র। শুক্রবার সকালে তারা ১৩ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী ধনিটারী গ্রামে মোজাম নেতার বাড়িতে দাওয়াত খাইতে যায়। সেখানে কোরআন শরীফ পড়ার পর তারা ধনিটারি গ্রামের জামে মসজিদে সবাই মিলে জুম্মার নামাজ পড়তে যায়। মসজিদে সুন্নত নামাজ শেষে ঈমাম খোদবা পড়ার সময় সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।
খোঁজাখুঁজির একপর্যায়ে কয়েকজন সহপাঠী মসজিদের ২য় তলার নির্মাণাধীন এলাকায় তাকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখে চিল্লাচিল্লি করে। এসময় অন্যান্য মুসল্লিগণ এসে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে মৃত্যু বলে ঘোষনা করেন।
এব্যাপারে গোকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করেন। তবে ভুক্তভোগী পরিবার খানকা শরীফের দায়িত্বরত ব্যক্তিদের দায়িত্বে অবহেলার কারনে এই দুর্ঘটনা হয়েছে বলে দাবি করেন।
এ ব্যাপারে আইনি কোন ঝামেলা না থাকায় বিকালে বাদ আছর তাকে নিজ বাড়িতে দাফন করা হয়।