প্রত্যয় নিউজ ডেস্ক: একেবারে খাঁটি নকআউট বলতে যা বোঝায়, এই ম্যাচটা যেন ঠিক তেমনই। আক্ষরিক অর্থে সেমিফাইনাল বললেই যেন ঠিক বলা হবে। আজ জিতলে ফাইনাল, হারলে বিদায়। দিল্লি ক্যাপিটালস আর সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আজ। আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আজ প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিল দিল্লি অধিনায়ক স্রেয়াশ আয়ার।
সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে দারুণ ফর্মে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে। প্লে-অফের ইলিমিনেটর রাউন্ডে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিদায় করে দিয়ে কোয়ালিফায়ার-২ নাম লেখায় তারা।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস গ্রুপ রানারআপ হয়ে প্লে-অফে উঠে আসার পর প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইর কাছে উড়ে গেছে বলা যায়। কারণ, ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা অলআউট হয়েছিল ১৪৩ রানে। ৫৭ রানে পরাজয় মানতে বাধ্য হয়েছিল স্রেয়াশ আয়ারের দল।
তবে, আজ নিশ্চিতই দুই দলের সামনে নতুন ম্যাচ। যার ভাগ্য ভালো, যে এগিয়ে থাকবে তারাই জিতবে ম্যাচটি। তবে টস জিতে ব্যাট করতে নামার উদ্দেশ্য হচ্ছে তিনটি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের দু’বারই তারা হেরেছে রান তাড়া করতে নেমে। বিশেষ করে সর্বশেষ ম্যাচে (মুম্বাইর বিপক্ষে) রান তাড়া করতে গিয়ে তাদেরকে বেশ নড়বড়ে মনে হয়েছে।
এ কারণে আজকের উইকেটটি যেমনই হোক, স্রেয়াশ আয়ার চেয়েছেন, একটা ভালো স্কোর দাঁড় করাতে পারলে হয়তো বা তারা জিততেও পারবেন। দুটি পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে নামছে দিল্লি। বাদ দেয়া হয়েছে ড্যানিয়েল শামস এবং পৃথ্বি শ’কে। দলে নেয়া হয়েছে শিমরন হেটমায়ার এবং প্রাভিন দুবেকে। সানরাইজার্স হায়দরাবাদ কোনো পরিবর্তনই আনেনি।
দিল্লি ক্যাপিটালস একাদশ
শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), মার্কাস স্টোইনিজ, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, প্রাভিন দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্টজে।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শ্রীভাটস গোস্বামী, মানিশ পান্ডে, কেনে উইলিয়ামসন, রায়ান পারাগ, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদীম, সন্দীপ শর্মা, টি নটরাজন।