বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভির হাসান তানু স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রদত্ত নমুনা পরীক্ষায় জানা যায় করোনায় আক্রান্ত তিনি। এর পূর্বে সাংবাদিক তানভীর হাসান তানু সস্ত্রীক জ্বর কাশি শরীর ব্যথা এবং খাবারের গন্ধ না পাওয়া উপসর্গ দেখা দিলে রোববার দুপুরে তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনার নমুনা প্রদান করেন। বিকেলে তাকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। তিনি বর্তমানে শহরের হাজিপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।
সাংবাদিক তানু করোনার মহামারী হতে সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।