প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কর্মসৃজন কর্মসূচির আওতায় রাস্তায় মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে মনিরুল হক বাবু এবং ২১নং ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল রাস্তায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন।
দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে ঢোলারহাট ইউনিয়নে ১২৫ জন পুরুষ ও মহিলা কর্মসুচীতে অংশ গ্রহণ করেন।এ কর্মসূচি চলমান থাকবে ৪০ দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায়, সুরেশ চন্দ্র রায়, ২১ নং ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ঈমান আলী, ইউপি সদস্য হরিশ চন্দ্র রায়, ইউপি সদস্য দীপেন চন্দ্র রায়, ইউপি সদস্য প্রদীপ কুমার স্থানীয় ।