বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: দ্বিতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশসক ড.কে এম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় পর্যায়ে মোট ২ হাজার ২৯৬টি সরকারি বাড়ি নির্মাণ করা হয়। এর মধ্যে সদর উপজেলার উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ১শটি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, হরিপুর উপজেলায় ৪শ টি ও পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি বাড়ি। যার প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয় ১লাখ ৯০ হাজার টাকা। আর কাজ চলমান, বাকি ঘরগুলোর কাজ শেষ হলে সময়মত উদ্বোধনের উদ্যোগ গ্রহন করা হবে। আমরা মনে করি প্রতিটি গৃহহীন পরিবার তাদের আবাসস্থল হিসেবে ঘরগুলোর বরাদ্দ পাবেন। এতে গৃহহীনরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, স্থানীয় সরকার এর উপ-পরিচালক নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভুমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সহ জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।