প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ ও বিক্রির দায়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী বাজারের মেইন রোডে মনোয়ারুল ইসলাম নামে চাল ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন।
তিনি জানান, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর আওতায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ ও বিক্রির দায়ে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনিঅভিযানের সময় থানা পুলিশ সদস্যরা সাথে ছিলেন।