প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ (৩৫) নামে এক যুবকের মর্মাত্মিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন ব্যক্তি। তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুরপাড়ে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।
নিহত আবু সাঈদ উপজেলার সনগাঁও গ্রামের আবেদ আলীর ছেলে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ওসি জানান, দুপুরে বালিয়াডাঙ্গী হতে একটি ট্রাক ঠাকুরগাঁও অভিমুখে আসছিল। ওই সময় ঠাকুরগাঁও হতে ছেড়ে আসা আসার সময় ট্রাকটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবু সাঈদ নামে এক যুবক মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়।
বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।