প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা ও রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম (৭৭) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি (ইন্না—-রাজেউন)।
১৬ নভেম্বর সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন পুলিশ বাহিনীর একটি চৌকষ দল ।
সকাল সাড় ১১টায় তার দীর্ঘদিনের কর্মস্থল রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট স্কুল মাঠে ২য় নামাজে জানাযা এবং বিকেলে সেনুয়া মসজিদে ৩য় নামাজে জানাযা শেষে তাকে সেনুয়া কবরস্থানে দাফন করা হয়।
নুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুবোধ চন্দ্র রায়,রুহিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।