বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় (আইসিটি অ্যাক্ট) গ্রেফতারকৃত সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
রোববার (১১ জুলাই) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর ইসলামের আদালতে শুনানী শেষে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক তানুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাড ইমরান আলী।
জানা যায়, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ শনিবার রাতে সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
রোাববার দুপুর ২টা ৫৫ মিনিটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ডের প্রয়োজনীতা নেই উল্লেখ করে করোনা রোগী হওয়ায় তানুর জামিন আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে তানুর আইনজীবি এড. ইমরান আলী জানান, করোনা পজেটিভ সাংবাদিক তানুর নেগেটিভের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন মর্মে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন।