বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনায় কর্মহীন এবং লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দু:স্থদের মাঝে বাজার মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন হাসিমুখ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রতিদিন বিকেল ৩ টা হতে বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা শহরের সমবায় মার্কেটের সামনে পসরা নিয়ে হাজির হয় হাসিমুখ সংগঠনের সদস্যরা।অবশ্য খাদ্য সংগ্রহে ইচ্ছুক নারী পুরুষ আরো অনেক আগে থেকেই সেখানে হাজির হয়। অনেকে লজ্জায় লাইনে না দাড়িয়ে দাড়ানোর জায়গায় ব্যাগ রেখে পরে খাবার সংগ্রহ করেন। এখানে চাল, ডাল, লবন, আলু, ডিম, সোয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবান, সবজিসহ প্রাত্যহিক প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়। এসব পন্যের কোনটির দাম ২০ শতাংশ কমে এবং কোনটির ৩০ শতাংশ কমে তথা সর্বোচ্চ ৫০ শতাংশ কম দামে মালামাল তুলে দেওয়া হয় করোনায় কর্মহীন মানুষের মাঝে। তবে এখানে একটি জিনিস সম্পূর্ন বিনামূল্যে প্রদান করা হয় তা হল ওষুধ। সেজন্য ভুক্তভোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গে আনতে হবে।
হাসিমুখ সংঠনের সভাপতি কারবালা মিঠুন জানান, করোনায় লকডাউনে কাজ করতে না পেরে যেসব মানুষ বাজারমূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারছেন না, তাদের সহযোগিতার উদ্দেশ্যে হাসিমুখ সংগঠন সহযোগিতা করে আসছে। তাই নিজেদের উদ্যোগে প্রত্যহ দেড়শ থেকে ২শ লোককে প্রতিদিনের বাজার তুলে দেওয়া হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাইম খান জানান, বাজার মূল্যের চাইতে অর্ধেক মূল্যে প্রাত্যহিক বাজার তুলে দিতে আমাদের দৈনিক ৫/৭ হাজার টাকা ঘাটতি হচ্ছে। তারপরও সহযোগিতা পেলে এই বাজারটি দীর্ঘস্থায়ী করা হবে।
ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, করোনার লকডাউনে কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে হাসিমুখ নামের একটি সংগঠন।যেখানে বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন নিবরতা পালন করছে সেখানে হাসিমুখের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।