প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বসতভিটার সাড়ে ৫ শতক জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী সাহেদা বেগম (৪৫) ও মৃত সইদুল হকের স্ত্রী নিহার বানু (৩৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অপরপক্ষের খোরশেদ আলমের স্ত্রী জুলেখা বেগম (৫৫) দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, শুনেছি জমি নিয়ে দু’পক্ষের মধ্যে গত ১ মাস ধরে বিরোধ চলছিল। আজ তা নিয়ে সংঘর্ষ হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বুধবার রাত ৯টা পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
পারভেজ আলম পজির নামে একজন অভিযোগ করে বলেন, বসতভিটার জমি নিয়ে গত ১ মাস ধরে বিভিন্ন স্থানে বিয়ষটি মিমাংসা করে দিলেও অপরপক্ষের লোকজন মানেনি। আজ সকালে তারা গায়ের জোরে জমিতে পাকা ঘর নির্মাণ করতে আসলে আমরা বাধা দেই। পরে সংঘর্ষ বাঁধলে কামরুজ্জামান, দেলোয়ার ও তার বাহিনীর অস্ত্রের আঘাতে আমার চাচী ও আমার ভাইয়ের স্ত্রী গুরুতর জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
অপর পক্ষের কামরুজ্জামান জানান, আমাদের বসতভিটার ঘর ভেঙ্গে দেয়ার জন্য ইলিয়াস আলী ও তার লোকজন আসলে আমরা বাঁধা দেই। এ ঘটনায় আমার মা জুলেখা বেগম (৫৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। তবে ২ শতক জমি নিয়ে বিরোধ বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বসতভিটার জমি নিয়ে একই পরিবারের চাচা-ভাতিজা সৃষ্ট সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আমরা। উভয় পক্ষই উত্তেজিত হওয়ার কারণে আজকে সংঘর্ষ বেঁধেছে।
আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডোংগা) জানান, ঘটনার বিষয়ে কেউ আমাকে জানায় নি। তাছাড়া বসতভিটার জমি নিয়ে মারামারি কোন খবর আমি জানিনা।