শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
আজ ০২:৪০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা ষ্টেশন রোডস্থ ভূইয়া ফিলিং স্টেশন নামীয় পাম্পের সামনে ফাঁকা জায়গায় আন্ত:জেলা চোর চক্রের কতিপয় সক্রিয় সদস্য একটি চোরাই মোটরসাইকেল সহ অবস্থান করিয়া বিক্রয়ের আলাপ-আলোচনা করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এএসআই(নি:)/সঞ্জয় চন্দ দে, এএসআই(নি:)/মো: আমিনুর রহমান, এএসআই/বোরহান উদ্দিন, এএসআই(নি:)/মো: শাহজাহান মিয়া, এটিএসআই/মো: মাজহারুল ইসলাম সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী (ক) মো: সাগর আহমদ (২০) পিতা-আবুল মিয়া, মাতা-শাহিদা বেগম, সাং- আসামপাড়া, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে-কয়েছ মিয়ার বাড়ী, দক্ষিণ ভার্থখলা, পোষ্ট অফিসের পিছনে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে মোটরসাইকেলের পিছনে বসা অবস্থায় এবং(খ) ছয়ফুল খান (২৬) পিতা-মৃত আছকর খান @ আলাল, মাতা- আনোয়ারা বেগম, সাং-বারখলা, কায়েস্তরাইল, মসজিদের পাশে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে মোটরসাইকেল চালনা করা অবস্থায় মোটরসাইকেল থামাইয়া আটক করেন।
ধৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে একটি পুরাতন ১৫০ সিসি লাল-কালো রংয়ের নাম্বার প্লেট বিহীন Pulsar মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHZCCF24534, চেসিস নং- MD2A11CZ2CCF14000 মূল্য অনুমান-৭০,০০০/- টাকা উদ্ধার পূর্বক ১২/০৫/২০২১খ্রিঃ তারিখ ০২:৫৫ ঘটিকার সময় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তারিখ-১২/০৫/২০২১খ্রিঃ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।