সিলেট প্রতিনিধি: রাত অনুমান ৯.৩০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা বাইপাস রোডস্থ ফারদিনা ভেরাইটিজ স্টোর এর বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এই মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে জনাব মো: মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এসআই(নি:)/কল্লোল গোস্বামী, এসআই(নিঃ)/স্নেহাশীষ পৈত্য, এএসআই(নিঃ)/মো: আমিনুর রহমান, এএসআই(নিঃ)/সঞ্জয় চন্দ্র দে, এএসআই(নিঃ)/মোঃ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১। মো: শাবলু মিয়া @ সাবলু (৩০) পিতা-মো: খোকন মিয়া, মাতা-মোছা: হেনা বেগম, সাং-মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। কাওছার আহমেদ @ কাউছার (২৭) পিতা-মৃত আফতার আলী @ আপ্তার আলী @ আফতাব, মাতা-মৃত ছায়া বেগম, সাং-বড় পাথর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৩। তোফায়েল আহমদ @ রাসেল (২৯) পিতা-মোঃ মহরম আলী @ মহর আলী, মাতা-নেহার বেগম, সাং-শিববাড়ী, বন্দরঘাট, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৪। মিজান (৩০) পিতা-মৃত কামাল মিয়া, মাতা-রহিমন নেছা, সাং-মাছুকালু (মাছুখালী), থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে-শিববাড়ী, পেরাইচক, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদেরকে সুকৌশলে আটক করেন। ধৃত আসামীদের হেফাজত হতে ১১০ (একশত দশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন সহ বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের পুরাতন সিএনজি (যাহার রেজিঃ নং- সিলেট-থ-১২-১৪১২) উদ্ধার পূর্বক ১৮/০৫/২০২১খ্রিঃ তারিখ ৯.৫৫ ঘটিকায় এসআই(নি:)/মোঃ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তারিখ-১৮/০৫/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।