প্রত্যয় ডেস্ক, ওয়াসিকুল্লাহ হোসাইনী, দিঘলিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউট খুলনা জেলার দিঘলিয়া উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন-২০২০, গতকাল সকাল ১১:০০ টায় দিঘলিয়া উপজেলার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেলাল হোসেন, তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সমাজের যে নৈতিক অবক্ষয়, তা রুখতে স্কাউট আন্দোলন পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, সে জন্য স্কাউট কার্যক্রম বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, বাংলাদেশ স্কাউট দিঘলিয়া উপজেলা শাখা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান নজরুল ইসলাম, কমিশনার, বাংলাদেশ স্কাউট খুলনা জেলা ও সাবেক দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, লতিফ উদ্দিন আহমেদ ডেপুটি ডাইরেক্টর, বাংলাদেশ স্কাউট, শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মো: ফরহাদ হোসেন, সম্পাদক, খুলনা জেলা স্কাউট, শাহনাজ বেগম উপজেলা শিক্ষা অফিসার, আলী রেজা বাচা, উপজেলা ভাইস চেয়ারম্যান, মমতাজ শিরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মাকসুদা বেগম একাডেমিক সুপার ভাইজার, মেহেদি হাসান, সম্পাদক, দিঘলিয়া উপজেলা স্কাউট, স্কাউট লিডার আব্দুল্লাহ সহ আরও অনেকে।