প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং ফ্রান্সের পন্য ব্যবহার বর্জনের দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বড়দেশ্বরী বাজার থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে বড়দেশ্বরী মূল সড়কে পদক্ষেপন করে মূল বাজারে এসে শেষ হয়।পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জনের ও তাদের সাথে রাষ্ট্রীয় সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানায়।
১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন,
মাওলানা মোঃ আজারুল ইসলাম খতিব ফাড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও সিনিয়র মৌলভী শিক্ষক ফারাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মাওলানা মোঃ মহিবুল্লাহ,মাওলানা মোঃ আমিনুল ইসলাম খতিব ঢোলার হাট কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা মোঃ তাহেরুল ইসলাম মৌলভী শিক্ষক ফারাবাড়ী দাখিল মাদ্রাসা সহ অনন্যা মাদ্রাসার শিক্ষার্থীরা।