প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী হযরত মুহ.(সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমিয়তে হেজবুল্লাহর উদ্যোগে বিক্ষোভ মিছির ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার বিভিন্ন মসজিদ হতে জোহরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা রুহিয়া চৌরাস্তায় সমবেত হয় এবং ফ্রান্সে নবী করিম (সা:) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে সমাবেশ করে।
ঠাকুরগাঁও জেলা জমিয়তে হিযবুল্লাহর সভাপতি শাহ-সুফি আলহাজ্ব মাওলানা আব্দুল গণির সভাপতিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও রুহিয়া ছালেহিয়া দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মুজহারুল ইসলাম, হাফেজ মাওলানা মহিউল ইসলাম, সিদ্দিকুল ইসলাম, রশিদুল ইসলাম, কশালগাঁও মাদ্রাসার সুপার মহিউল ইসলাম, রুহিয়া ছালেহিয়া দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেদ প্রমুখ।
বক্তারা ক্ষমতাধর মিশরের বাদশা ফেরাউন , ইসলাম বিরোধী স্যাটারনিক ভার্সেস এর প্রণেতা সালমান রুশদী, বাংলাদেশের প্রবাসী লেখিকা তসলিমা নাছরিনের প্রসঙ্গ তুলে বলেন, যারা ইসলাম ও মহানবী (সা:) কে খাট করার চেস্টা করেছে তারা আজ সকলে নিরাপত্তাহীনতায় জনসমাগম এলাকায় বের হতে পারছে না। ক্ষমতায় থাকাবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট জজ ডাব্লিউ বুশ আগুন্তুকের জুতার নিক্ষেপ খেয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টরও অবস্থা একই রকম হবে।
সেই সাথে ফ্রান্সের তৈরী সকল প্রকার পন্য বর্জনের ঘোষনা দেন তারা।