ভিডিওসহ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মনার বাড়ি ও ফাজিলা বাড়ির লোকজনের মধ্যে চলমান বিরোধের জেরে সোমবার (১৭মে) ও মঙ্গলবার (১৮মে) দুদিনের সংঘর্ষে তিন জন নিহত ও প্রায় ৪০ জন আহত হবার খবর পাওয়া গেছে।
জানা যায়, ঘটনার ১ম দিন সোমবার বিকেলে দুপক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং তা ২য় দিন মঙ্গলবার(১৮ মে) দুপুর পর্যন্ত দফায় দফায় গড়ায়। এ ঘটনায় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুই পক্ষের প্রায় ৪০জন আহত হয় ৩ জন নিহত হয়। নিহতের মধ্যে ঘটনার ১ম দিন সোমবার (১৭ মে) সন্ধ্যায় গুলিবিদ্ধ ইয়াসিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন এবং মঙ্গলবার (১৮ মে) সকালে শহিদ মিয়া নামে একজন মারা যায়।
এদিকে, দফায় দফায় সংঘর্ষের ২য় দিন মঙ্গলবার (১৮মে) দুপুরে দুপক্ষের মধ্যে পূণরায় সংঘর্ষ হলে কাচারিকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫) নামে আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দুদিনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ পর্যন্ত ছয়জনকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।