দৈনিক প্রত্যয় ডেস্ক:নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের এক চিকিৎসক ও বেসরকারি একটি হাসপাতালের এক চিকিৎসকও।
মোহাম্মদ ইমতিয়াজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। এর আগে করোনায় আক্রান্ত হন জেলা করোনাবিষয়ক ফোকাল পারসনের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।