স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে প্রশিক্ষণ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। ইউএনএফপিএ’র সহযোগীতায় নারী ও শিশু সহিংসতা রোধে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে প্রতিটি থানায় নারী ও শিশু বান্ধব হেল্প ডেস্ক অপারেটিংয়ের প্রশিক্ষণ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার ১২টি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক কার্যক্রম চলছে। বগুড়া জেলা এ সেবা প্রদানে মডেল।
এজন্য প্রতিটি থানায় হেল্প ডেস্কে একজন নারী পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। থানায় যারা নারী ও শিশুদের সমস্যা নিয়ে আসেন তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। এস ও পি এর উদ্দেশ্য মূলনীতি ও জেন্ডার বিষয়ক আলোচনা করেন ইউএন এফপি জেলা অফিসার তামিমা নাছরিন। জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্য, ইন্সপেক্টর (তদন্ত) এস,আই ও এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষন গ্রহন করেন।