ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চালডাল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার জেলার রানীশংকৈল উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পলাশ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর চৌরাস্তায় পৌছলে মিছিলটিকে আটকে দেয় পুলিশ।
পরে সেখানেই সংক্ষিপ্ত এক সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বকুল মজুমদার প্রমুখ।