মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরিধানের বিকল্প নেই, সচেতনতা তৈরিতে ব্রিগেড টুপামারীর উদ্যোগে গত ২০ নভেম্বর দুপুরে “স্বাস্থ বিধি মেনে চলি সুস্থ থাকি ” এই স্লোগানে ফ্রী মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন টুপামারী ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশের প্রবীন তম চেয়ারম্যান মোঃ মছিরত আলী শাহ ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিগেড টুপামারী ‘র চেয়ারম্যান মোঃ মাসুম আলী শাহ ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেড টুপামারীর কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বি শাহ, পিয়াস শাহ, মিজানুর রহমান প্রমুখ।
এরপর ব্রিগেড সদস্যরা টুপামারী নিজপাড়া জামে মসজিদ, সরকার পাড়া জামে মসজিদ এবং নদীপাড়া জামে মসজিদে জুম্মা ‘র নামাজ শেষে মুসল্লীদের হাতে মাস্ক তুলে দেন। প্রত্যেক মসজিদের সন্মানিত ইমাম সাহেববৃন্দ খুতবায় করোনায় আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন।
বিকেলে টুপামারী বাজারে সাধারণ জনগন ও ব্যবসায়ীদের হাতে মাস্ক বিতরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। এবং তিনি বলেন, এই কার্যক্রম অবিরাম চলবে, যতদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসছে।