1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবাংলা সরকারকে কড়া চিঠি অমিত শাহর, সমালোচনায় তৃণমূল নেতারা

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ১৪৮ Time View

বিশেষ সংবাদদাতা:

পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে পশ্চিমবাংলা সরকারকে কড়া চিঠি দিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর ব্যাপারে রাজ্য সরকারের উদাসীনতার সমালোচনা রীতিমতো কড়া ভাষাতেই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি ভাবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির জবাব রাজ্য সরকার দিয়েছে কিনা, জানা যায়নি। তবে ইতিমধ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন তৃণমূল নেতারা।

বেশ কিছুদিন ধরেই ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার সমালোচনা করছিল বিরোধী দলগুলি। এমনকী, কয়েকটি রাজ্যের তরফেও অভিযোগ করা হয়েছে, তারা বাংলার শ্রমিকদের ফেরত পাঠাতে চাইলেও পশ্চিমবাংলার সরকার তেমন উৎসাহ দেখাচ্ছে না। এমন পরিস্থিতিতে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া চিঠি দিলেন রাজ্য সরকারকে। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভিনরাজ্যে আটকে পড়া ২ লক্ষ শ্রমিক বাংলায় ফিরতে চাইছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। রাজ্য সরকারের উচিত সেই শ্রমিকদের ফেরানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা নেওয়া। না হলে শ্রমিকদের ব্যাপারে অবিচার করা হবে।’

অমিত শাহর চিঠির জবাব রাজ্য সরকার এখনও দিয়েছে কিনা জানা যায়নি। তবে এই ঘটনায় মুখ খুলেছেন তৃণমূল নেতারা। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘অবশেষে অমিত শাহের ঘুম ভেঙেছে! এতদিন ঘুমিয়ে ছিলেন। তাই পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করার কথা তাঁর মাথায় আসেনি। এখন ঘুম থেকে উঠে মনে পড়েছে বাংলার কথা।’ তাঁর প্রশ্ন, ‘এতদিন কেন পরিযায়ী শ্রমিকদের কথা মনে পড়েনি আপনার? কেন এই সঙ্কটজনক পরিস্থিতিতে সমস্যা তৈরি করছেন? আপনার উচিত ক্ষমা চাওয়া।’ মুখ খুলেছেন সাংসদ সৌগত রায়ও। তিনি বলেছেন, ‘তাঁর চিঠি দেখে মনে হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তিনি বিজেপি নেতার সুরে কথা বলছেন। আসলে ক্ষমতার ব্যবহার করে তিনি রাজনীতিই করতে চাইছেন।’

চিঠির তীব্র সমালোচনা করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেকবাবু টুইটে লেখেন, ‘আপনি মিথ্যে অভিযোগ করছেন। আপনার উচিত, যে মিথ্যে অভিযোগ আপনি করেছেন, তার প্রমাণ দেওয়া। যদি সেই প্রমাণ দিতে আপনি না পারেন, তা হলে এই চিঠি লেখার জন্য ক্ষমা চান।’ তাঁর বক্তব্য, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই সঙ্কটের সময়ে নিজের দায়িত্ব পালন করতে অমিত শাহ পুরোপুরি ব্যর্থ। তাই মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।’

এদিকে, সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি পাওয়ার পরই চার রাজ্য থেকে আটটি ট্রেনকে বাংলায় ঢোকার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা, তৃণমূল নেতারা সমালোচনা করলেও রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির বক্তব্য উড়িয়ে দেয়নি। তাই আটটি শ্রমিক স্পেশাল ট্রেনকে বাংলায় ঢোকার অনুমতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..