আল-আমিন, লালমনিরহাটঃ রবিবার ১১ জুলাই, সকালে পাটগ্রাম উপজেলায় করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ, অটোরিকশা চালক দেরকে অটোরিকশা চুরি ঠেকাতে সচেতন করেন, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক ও ট্রাফিক ইনচার্জ আশরাফুল আলম’’।
এ সময় পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক অটোরিকশা চালকদের উদ্দেশ্যে বলেন, ঈদের সময় অটোরিকশা চুরির ঘটনা বেশি দেখা যায়’’। চুরি ঠেকাতে রাতের ভাড়া থেকে বিরত থাকবেন, অচেনা দূরের যাত্রী ভ্যানে তুলবেন না’’।
গাড়ি চালানো অবস্থায় অন্যের দেয়া খাবার গ্রহন করবেন না। অসুস্থ শরীর নিয়ে বাহিরে বের হবেন না। নিজে মাস্ক পরবেন, এবং যাত্রীদেরকে ও মাস্ক পড়তে সচেতন করবেন’’। এছাড়াও তিনি কঠোর এই লকডাউনে তাদের পরিবার সহ নানান বিষয়ে খোঁজ খবর নেন’’।
পাটগ্রাম থানা ট্রাফিক ইনচার্জ আশরাফুল আলম বলেন, লকডাউনে বাজারে যানযট তৈরী করবেন না’’। অযথা গাড়ি নিয়ে বাজারে প্রবেশ ও ঘোরা ফেরা থেকে বিরত থাকবেন। আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য’’।