মোঃ আল-আমিন হাছান, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এভারগ্রীন উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার ও ফলের চারা বিতরণ করা হয়।
বুধবার ২৩শে জুন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায়, গঠিত ৭৫ টি কৃষক গ্রুপের মধ্যে ১০টি গ্রুপের মাঝে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপন যন্ত্র) বিতরণ করা হয়।
উক্ত প্রকল্পের আওতায় ১২টি কৃষক গ্রুপের মাঝে রিপার (ধান কাটা যন্ত্র) এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ২৩টি গ্রুপের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি ও ফলের চারা বিতরণে, উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান, রুহুল আমিন বাবুল। উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। ভূমি সহকারি কমিশনার, রুবেল রানা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাবু পূর্ণ চন্দ্র রায়। ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি, উপকার ভোগী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।