স্পোর্টস ডেস্ক: অবসরের আগে সুযোগ ছিল শহিদ আফ্রিদির সামনে। পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির করতে পারতেন তিনি। কিন্তু আফ্রিদি থেমেছেন ৯৮ উইকেট নিয়ে, ফলে হয়নি সেঞ্চুরি।
আফ্রিদি না পারলেও, পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি তুলে নিয়েছেন দেশটির নারী ক্রিকেট দলের তারকা স্পিনার নিদা দার।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী নিদা। যার ফলে এখন তার মোট উইকেটসংখ্যা ১০১টি। এ মাইলফলকে পৌঁছতে নিদা খেলেছেন ১০৬টি ম্যাচ।
সবমিলিয়ে বিশ্বের পঞ্চম নারী ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করলেন তিনি। তার আগে নারী টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ), এলিসা পেরি (অস্ট্রেলিয়া), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও আনা শ্রাবসোল (ইংল্যান্ড)।
পুরুষদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়া একমাত্র বোলার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সেঞ্চুরির খুব কাছে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তার শিকার ৯৯ উইকেট। এরপরেই ৯৮ উইকেট নেয়া আফ্রিদির অবস্থান।
উইকেটের সেঞ্চুরি পূরণ করার পর নিদা দার বলেছেন, ‘এ মাইলফলকের পেছনে কঠোর পরিশ্রম ছিল। সবসময়ই আমার মাথায় ছিল যত দ্রুত সম্ভব এটা পূরণ করতে হবে। গত সিরিজে সুযোগ ছিল, পারিনি। এবারের সিরিজে প্রথম ম্যাচেই হয়ে গেল। আমি খুব খুশি।’
নিদা দারকে অভিনন্দন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘এটা কোনো মামুলি অর্জন নয়। এটিই তার কঠোর পরিশ্রম ও একাগ্রতার সাক্ষ্য দেয়। এশিয়ার নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার কীর্তি। পুরো জাতির জন্যই এটি গর্বের।’