রাজশাহী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে, রাস্তায় অপ্রয়োজনে আসা এবং সকল মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বালুবাহি ট্রাক, ভ্যান ও মটোরসাইকেল চালককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড অর্থদন্ড প্রদান করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এবং অভিযানে সহায়তা করেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য বৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন বালুবাহি ট্রাক, ভ্যান ও মটোরসাইকেল চালককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, আমরা সোমবার বানেশ্বরে সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান স্যার এর নির্দেশক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করি। এবং অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বানেশ্বর বাজারে, রাস্তায় এবং বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন পরিমান অর্থদন্ড করে।