1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

পোশাক কারখানা খুলে দেয়ায় করোনা ঝুঁকিতে ধামরাই

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৬৮ Time View

দৈনিক প্রত্যয় ডেস্কঃ পোশাক কারখানা খুলে দেওয়ার পর থেকেই সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ধামরাই উপজেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ জন। আক্রান্ত ব্যক্তির মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা ও পোশাক কারখানার শ্রমিকও রয়েছেন।

গতকাল ৫ মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৭ জন হলেও নমুনা পরিক্ষা করা হয়েছে প্রায় ৩২৯ জন। কিন্তু গত দুই দিনে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারোর শরীরের করোনার উপস্থিত পাওয়া যায় নাই।

এ পর্যন্ত যে কয়েকজন করোনা রোগী পাওয়া গেছে তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে নিজ ঘরে ফিরেছে। তবে তাদের মধ্যে কোন পোশাক শ্রমিক নেই। এখন পর্যন্ত সাভারে ৪১৬ জনের নুমনা পরীক্ষা করে ৩৪ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে এবং মানিকগঞ্জেও বেশ করোনা আক্রান্ত হয়েছে। তবে তাদের অনেকেই আবার পোশাক শ্রমিক। যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কারণ যারা আক্রান্ত হচ্ছে তাদের বেশির ভাগই ধামরাইয়ের স্থানীয় বাসিন্দা নয়।

অনেকেই ধারণা করছেন, আগামী ১ সপ্তাহ ধামরাই শিল্পাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। সোশ্যাল ট্রান্সমিশন হয়ে থাকলে আগামী সপ্তাহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। এ কারণে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি ও যাদের মধ্যে করোনার লক্ষণ রয়েছে তাদেরকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখতে হবে। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হলে শিল্পাঞ্চলে আক্রান্তের মিছিল রোধ করা যাবে না।

করোনাভাইরাস নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি যেন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। তারপরে কারখানার শ্রমিকদের নিয়ে এখন চিন্তায় আছি। ধামরাই একটি ঘনবসতিপূর্ণ এলাকা। যদি কারখানার শ্রমিকদের মাঝে এ রোগ ছড়িয়ে পড়ে তাহলে আর এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই কারখানা কর্তৃপক্ষের উচিত, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সরকারি নির্দেশ মেনে সকল শ্রমিককে কাজে নিয়োগ দেওয়া উচিত।

শ্রমিক নেতারা বলছেন, সরকার ঘোষিত ছুটির পরে পোশাক কারখানা বন্ধ ও খোলা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দুই দফা কারখানা খোলার নামে শ্রমিকদের ঢাকায় আনা হয়। করোনাভাইরাসের কারণে যে সময়ে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, সে সময়ে পায়ে হেঁটে, ট্রাকে করে হাজার হাজার শ্রমিক ঢাকায় এসেছেন। এছাড়া, কারখানা খুলে দিলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না করেই কাজ শুরু করায় শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।

এ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, ‘ধামরাইয়ে শিল্প কলকারখানা চালুর কারণে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এ পর্যন্ত ১ জন পোশাক শ্রমিকসহ আক্রান্ত হয়েছেন ৭ জন। এখনই সব পোশাক কারখানাগুলো বন্ধ করা না হলে এই ধামরাই এলাকায় করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে।’ এখনো মারাত্মক রুপ ধারণ করেনি।

তিনি আরো বলেন, গত ২৫ তারিখের পূর্বে ধামরাইতে মাত্র ৩ জন করোনা রোগী ছিল, কারখানা খোলার পর বাকি ৪ জন আক্রান্ত হয়েছে। যদিও পোশাক শ্রমিক কেউ করোনায় আক্রান্ত হয় নি তারপরও এখন পোশাক কারখানার কারণে আমরা ঝুঁকির মধ্যে রয়েছি।

বাংলাদেশ শ্রমিক লীগের ধামরাই আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, ‘পোশাক কারখানা মালিকদের একেক সময় একেক সিদ্ধান্তে দ্বিধায় পড়েছেন শ্রমিকরা। এ কারণে করোনা ঝুঁকি সত্বেও কাজে যোগ দিয়েছেন তারা। আবার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনেকে অনীহাও দেখাচ্ছেন। এ বিষয়ে সরকারকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।’

জয়নাল আবেদীন নামে এক কলেজ শিক্ষক বলেন, সরকার যেখানে ঢাকার বাইরের কোন শ্রমিককে ঢাকায় আসতে নিষেধ করা হলেও শত শত শ্রমিক প্রতিনিয়ত ধামরাইসহ এর আশ পাশের এলাকাগুলোতে আসছে। তারা কোনভাবে করোনায় আক্রান্ত কি কেউ বলতে পারবে না। কারণ সে যদি আক্রান্ত হয় তার দ্বারা নতুন করে মহল্লার লোকজন নতুন করে আক্রান্ত হতে না পারে। আর ধামরাইতে হাটবাজার, দোকান, আঞ্চলিক সড়কে, বিশেষ করে কল- কারখানায় মানছে কোন সামাজিক দূরত্ব। সবাই তাঁদের মতো স্বাভাবিক হয়ে চলছে।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..