জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা সরকারের সময়কালে, চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পৌরসভার প্যানেল মেয়র-(০১) ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেনের নিরবচ্ছিন্ন কর্মোদ্যোগের ফলে পৌরসভার অন্যান্য অঞ্চলের ন্যায় বাঁশখালী পৌরসভা ৯ নং ওয়ার্ডের দির্ঘদিনের অবহেলিত এলাকার অভ্যান্তরীণ যাতায়াতের যোগাযোগ ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, রাস্তাঘাট গুলো দ্রুত পাকাকরণ ও ৯ নাম্বার ওয়ার্ডকে উন্নয়নে বিশেষ রাস্তা-ব্রিজ গুলো পাকা করণে বিশেষ ভাবে তাঁর ভুমিকা অতুলনীয়।
স্বাধীনতার পর (সাবেক ইউনিয়ন ৮নং জলদী) ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মেম্বার মরহুম দুলা মিয়া তালুকদারের পর দীর্ঘদিনে রংগিয়াঘোনা গ্রামে’র বাসিন্দা হতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও অত্যান্ত জনপ্রিয় ও আস্থাভাজন আধুনিক বাঁশখালী পৌরসভার গড়ার কারিগরের অংশীদার প্যানেল মেয়র-(০১) জনাব দেলোয়ার হোসেন।
তিনি ৯ নাম্বার ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর এই পর্যন্ত প্রায় পৌঁনে এক কোটি টাকার উন্নয়নের কাজ সম্পন্ন করেছেন। সেই উন্নয়নের ধারা এখনো অব্যাহত রয়েছে।
তিনি পৌরসভা তথা ৯ নাম্বার ওয়ার্ডের সকল জনসাধারণের সকলে কাছে দোয়া প্রত্যাশী।