দৈনিক প্রত্যয় ডেস্ক:ফেনীর পরশুরামে করোনার উপসর্গ নিয়ে ১৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আলিম শিক্ষার্থী ও পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী ছিলেন।
শনিবার দুপুরে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই ছাত্রের মৃত্যু হয়।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক ছাত্র মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ছেলেটির করোনায় আক্রান্ত ছিল কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন জানান, পরশুরাম বাজারে দক্ষিণ কোলাপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলেটি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শনিবার সকালে তার শ্বাসকষ্ট আরও বাড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।