ববিন রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়া শাজাহানপুর উপজেলায় জয়নাল আবেদীন (৮০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৮মে) সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জয়নাল একই এলাকার বাসিন্দা।
শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, নিহত জয়নালের ছেলে আবুল কাশেম ওই মাদরাসার নৈশ প্রহরী। ছেলের পরিবর্তে রাতে মাদ্রাসা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন জয়নাল। রাতের কোনো এক সময় তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। হত্যার কারণ ও জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি, অভিযান চলছে।
জয়নালের ছেলে কাশেম জানান, তার বাবা প্রতিদিন সকাল সাড়ে ৫টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেন। কিন্তু শুক্রবার সকাল ৭টা বেজে গেলেও তার বাবা বাড়ি ফিরে আসেননি। তাই খোঁজ নিতে মাদ্রাসা যান তিনি। মাদ্রাসার কক্ষে গিয়ে দেখতে পান তার বাবার মরদেহ।
মাদ্রাসার সুপার জাহিদুর রহমান জানান, তাদের নৈশ প্রহরী কাশেম এক সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। একারণে প্রতিদিন রাত ১০ টার পর থেকে তার বাবা (জয়নাল) দায়িত্ব পালন করতেন। তবে তাকে হত্যা করা হলেও প্রতিষ্ঠানের কোনকিছুই চুরি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন “দৈনিক প্রত্যয়” কে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।