ববিন রহমান, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর থানার শহীদ চান্দু স্টেডিয়াম পুলিশ ফাড়িঁতে সাব- ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছেন মোঃ খোরশেদ আলম।
গতকাল সোমবার (২৪ মে) সন্ধ্যায় এ দায়িত্ব বুঝে নেন তিনি।
সর্বশেষ বগুড়ার দুপচাঁচিয়া থানায় কর্মরত ছিলেন পুলিশের এই কর্মকর্তা।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মৃত: তৈয়বুর ইসলামের ছেলে।
তিনি ২০০৬ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি নওগাঁ ও বগুড়ার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।
সাব- ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম “দৈনিক প্রত্যয়” কে বলেন, স্টেডিয়াম পুলিশ ফাড়িঁ এলাকায় কোন প্রকার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসদের ঠাঁই নাই।
তিনি আরো বলেন, আমি এখন পর্যন্ত সুনামের সহিত সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে আসেছি এবং তা আগামীতেও অবহ্যত থাকবে, সকলের সহযোগিতা কামনা করছি।