মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “রক্তদান করি, হৃদয়ের স্পন্দন গড়ি।” স্লোগানকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়েছে।
২ রা নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে উপজেলার আমতলী বন্দরে ইউথ কার্নিভাল ক্লাবের উদ্যোগে সারা দিনব্যাপী ফ্রি রক্তের গ্রপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন শিবগঞ্জ সদর ইউনিয়ন বিট পুলিশ ইনচার্জ এসআই মোহাম্মাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক, জাপা নেতা শাহিনুর ইসলাম, পল্লী প্রাণী চিকিৎসক আঃ মান্নান, ইউথ কার্নিভাল ক্লাবের আবু সুফিয়ান, শফিউল্লাহ মাসুম, সুমাইয়া আক্তার, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, লিটন, জাহিদ, সবুজ, জিহাদ, পারভেজ প্রমুখ।
এ সময় আমতলী বন্দর এলাকার ৩ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।