মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলে পবিত্র রবিউল আউয়াল মাস উদযাপন উপলক্ষে সিরাতুন্নাবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
আজ বৃহস্পতিবার সকালে বড়বেলঘড়িয়া মাদীনাতুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষা মিলতায়তনে অত্র মাদ্রাসার মুহতামিম ক্বারী এম এ জাফর আহমাদের পরিচালনায় সিরাতুন্নাবী (সাঃ) শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা আবু বকর হানীফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ মোলামগাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতী বেলাল হোসেন সিরাজী, বড় বেলঘড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন জাপার সভাপতি মোঃ নজরুল ইসলাম বাসু, ভাইয়েরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, ইউপি সদস্য খন্দকার আল-এমরান সহ প্রমুখ। পরে বিশেষ দোআ খায়ের অনুষ্ঠিত হয়।