যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখের সভাতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলো পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা প্রাণীসম্পাদক কর্মকর্তা ডাঃ আমির হামজা, ভেটেরীনারি সার্জন ডাঃ মোঃ রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী সহ মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, মিডিয়াকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্কাউটস প্রতিনিধিগন অংশগ্রহন করেছিলেন।