ববিন রহমান, স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৯ জুন) বিকালে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা এলাকায় করতোয়া নদীতে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পায়ে সাথে সাথে ৯৯৯ কল করলে পুলিশ এসে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় আশে পাশের গ্রামের শত মানুষ ভিড় জমালেও কেউ তাকে চিনতে পারেনি। নিহত ব্যক্তির বয়স ধারনা করা হচ্ছে ৪০-৪৫ বছর।
বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, তার পড়নে চেক লুঙ্গি ও সাদা রং হাফ শার্ট ছিল। উক্ত ব্যক্তির নাম ভোলা।
আরো জানান তিনি বগুড়ার গাবতলী উপজেলার মধ্য কাতুলী একালার বাসিন্দা। ভোলা পেশায় কৃষি কাজ করে ও মাঝে মধ্যে ভ্যান চালায়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান , মরদেহের হাত বাধা ছিল ও গলায় গামছা পেচানো ছিল। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো সে সব বিষয় অনুসন্ধান করা হচ্ছে।