ববিন রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৩২২ জনের নমুনা সংগ্রহে নতুন করে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন ১০১ জন, এর মধ্যে বগুড়া সদরের ৭৬ জন ও শিবগঞ্জ উপজেলার ০৬ জন, শাজাহানপুর উপজেলার ০৬ জন, ধুনট উপজেলার ০৫ জন, দুপচাঁচিয়া উপজেলার ০৪ জন এবং সারিয়াকান্দি, সোনাতলা, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছে।
আক্রান্তের হার ৩১.৩৬% ও সুস্থ হয়েছেন ৫১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যুর তালিকায় নাম দিয়েছেন ০৪ জন, এদের মধ্যে ০৩ জনই নারী।
সবাই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান।
এদের মধ্যে ০২ জন বগুড়ার, ০১ জন সিরাজগঞ্জের ও ০১ জন জয়পুরহাটের বাসিন্দা। বয়সসীমা ৪০-৭৭ এর মধ্যে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩৪৩৩ জন ও মোট সুস্থ ১২৪৪১ জন। সর্বমোট মৃত্যু ৩৭৫ জনের, বর্তমানে রোগীর সংখ্যা ৬১৭ জন।
এ তথ্য জানিয়েছেন, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।