স্টাফ রিপোর্টার: বগুড়ায় নতুন পুলিশ সুপার হিসেবে পাদায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে।
বর্তমান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে বরিশাল জেলায় পুলিশের উপ- পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশেক্রমে উপসচিব ধনঞ্জয় দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বিষয়টি জানানো হয়েছে। এই আদেশে মোট নয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।