রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: রবিবার (১২ জুলাই) বেলদ ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় কোভিড-১৯ এ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত বিবিধ শ্রেণী পেশার (২৯৫ জন) মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (অর্থ সহায়তা; জনপ্রতি ৫,০০০/- করে মোট ১৪,৭৫,০০০ টাকা) প্রদান করা হয় ।
এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক জনাব রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান ও সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১:৩০ টায় আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় ক্ষতিগ্রস্ত ২৬৮ জন বিবিধ পেশার মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ০.৫ লিটার ভোজ্য তেল, ০.৫ কেজি চিনি, ০.৫ কেজি লবণ ও ১টি মিনি সাবান।
বিতরণের দায়িত্বে ছিলেন এনডিসি জিএম রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসন,বগুড়া এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।