নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ২’নং ওয়ার্ড মামুরশাহী গ্রামের শেষ প্রান্তে থেকে ১৫’কজি গাঁজাসহ একটি মটরসাইকেল উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ১৫ জুন মঙ্গলবার সকাল ১০’টার দিকে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর নিদর্শনায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বহনকারি একটি মটর সাইকেলকে তাড়া করলে শেরপুর থানা থেকে প্রায় চার কিলোমিটার দূরে মামুরশাহী গ্রামের শেষ প্রান্তে মটর সাইকেলটি রেখে মাদক কারবারি পালিয়ে যায়।পরে পুলিশ ১৫’কেজি গাঁজাসহ মটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য যে রবিউল ইসলাম ২০০৮ সালে বগুড়া ডিবি পুলিশে কর্মরত ছিলেন। এরপর বগুড়া মোকামতলা ও শিবগঞ্জ থানায় এস আই এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কৃতিত্বের সাথে দ্বায়িত্ব পালন করেছেন। পরবর্তী পাবনা থানা ও বর্তমানে শেরপুর থানায় এস আই হিসেবে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। আর এর ধারাবাহিকতায় আজকের এই সাফল্য।
আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল। দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে শত বছর আয়ু দান করুন এবং সেই সাথে আপনার পদোন্নতি কামনা করছি।