ববিন রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
বৃহস্পতিবার (৩ জুন) ২২.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী উপজেলার বাইগুনি বাজারস্থ বসতবাড়ি থেকে ১০০ পিচ ইয়াবাসহ দুই জন আসামীকে গ্রেফতার করে ডিবি।
আসামী মোঃ রায়হানুর রহমান ওরফে সাগর(৩৭), গাবতলী উপজেলার বাইগুনি এলাকার মোঃ মাহমুদুর রহমানের ছেলে ও আসামী শ্রী রিপন রাজভর(২৬), উপজেলার একই এলাকার শ্রী সিতারাম রাজভরের ছেলে।
এ বিষয়ে ডিবি’র ইনচার্জ আব্দুর রাজ্জাক “দৈনিক প্রত্যয়” কে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রজু পূর্বক ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।