বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের নির্মানের বিরোধীতাকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
রোববার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী স্বেচ্ছাসেবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।