প্রত্যয় ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। ড্রাফটে মোট ১৫৭ ক্রিকেটার তালিকায় রয়েছেন। খেলোয়াড়দের ভাগ করা হয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ – এই চার শ্রেণিতে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহদুউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে জেমকন খুলনা। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গেছেন ফর্চুন বরিশালে। অন্যদিকে মুশফিকুর রহিম ডাক পেয়েছেন বেক্সিমকো ঢাকাতে। মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এরা সবাই ‘এ’ গ্রেডের ক্রিকেটার।
‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। মোহাম্মদ আশরাফুলকেও দলে নিয়েছে দলটি।
এছাড়া তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও ইরফান শুক্কুরকে নিয়েছে বরিশাল। লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে নিয়েছে চট্টগ্রাম। মুশফিকের পাশাপাশি ঢাকায় রয়েছেন রুবেল হোসেন।