জসিম তালুকদার (চট্টগ্রাম): (০৬ জুন) চট্রগ্রাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের সরলিয়া বাজারে সড়কের পাশে এলাকার দাপটশালী’র অবৈধভাবে তৈরী করা বাঁধ ভেঙে দিলেন মাননীয় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।
এলাকার সড়কের পাশে বাঁধ তৈরি করার ফলে বৃষ্টির পানিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি সরেজমিনে পরিদর্শন করে অবৈধভাবে নির্মাণ করা বাঁধ কেটে রাস্তায় জমে থাকা পানি অপসারণ করে জনগণকে দূর্ভোগ থেকে বাঁচিয়েছেন।
এবং উপজেলা ইঞ্জিনিয়ার বাঁশখালীকে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ড্রেন নির্মানের প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন। এবং বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী প্রকল্প বাস্তবায়নে উপজেলা পরিষদ হতে অর্থ প্রদানের আশ্বাসও দিয়েছেন বলে জানান তিনি। ভবিষ্যতে কেউ রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন।